আজকাল ওয়েবডেস্ক: গাড়ির তেল শেষ। সকালে চোখ খুললেই তাই প্রথম ভাবনা একটু কি তেলের দাম কমল? নাকি বাড়ল? নিত্যনৈমিত্তিক কাজের জন্য দু'চাকা, চার চাকা, ছয় চাকা যে গাড়িই ব্যবহার করুন না কেন পেট্রোল ডিজেল ভরা অবশ্যই দরকার। প্রতিদিন সকাল ছ'টা বাজতেই জানা যায় সেদিনের পেট্রোল ডিজেলের বাজারদর। তাহলে চলুন দেখে নিই সপ্তাহের শুরুতেই কী যাচ্ছে অপরিশোধিত তেলের দাম?
কলকাতায় দুই ডিসেম্বর সোমবার পেট্রোলের দাম যাচ্ছে লিটার পিছু ১০৫ টাকা ০১ পয়সা। বছরের শেষ মাসে বাড়ল পেট্রোলের দাম। অন্যদিকে ডিজেলের দাম যাচ্ছে ৯১.৮২ টাকা প্রতি লিটার। প্রতি লিটারে দাম বাড়ল ০.৫ পয়সা।
এবার অন্য মেট্রোপলিটন শহরের দিকে চোখ রাখা যাক। মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৫০ টাকা। আর ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা প্রতি লিটার। চেন্নাইতে পেট্রোলের দাম ১০০.৮০ টাকা প্রতি লিটার। আর ডিজেলের দাম যাচ্ছে লিটার পিছু ৯২.৬১ টাকা। দেশের রাজধানী দিল্লিতে এই দাম গত কয়েকদিন ধরে একই যাচ্ছে। ৯৪.৭৭ টাকা প্রতি লিটার পেট্রোল আর ডিজেল লিটার পিছু ৮৭.৬৭ টাকা।
শুধু মেট্রোপলিটন শহরেই নয়, এই পেট্রোল আর ডিজেলের দামের হেরফের হয় একই রাজ্যের ভিন্ন শহরগুলিতে।পশ্চিমবঙ্গের অন্য বড় শহরগুলোর মধ্যে বাঁকুড়ায় ১০৫.৪৪ টাকা, হুগলিতে ১০৫.৩৩ টাকা, দার্জিলিং -এ ১০৪.৮৫ টাকা, ঝাড়গ্রামে ১০৫.৭১ টাকা এবং মালদায় ১০৫.৪০ টাকা প্রতি লিটার পেট্রোলের দাম। অন্যদিকে এই শহরগুলিতে ডিজেলের দাম যথাক্রমে ৯২.২২ টাকা, ৯২.১১ টাকা, ৯১.৬৭ টাকা, ৯২.৪৩ টাকা এবং ৯২.১৮ টাকা।
